Site icon Jamuna Television

সরকার সচেতনভাবে একদলীয় শাসন কায়েম করেছে: ফখরুল

সরকার সচেতনভাবে একদলীয় শাসন কায়েম করেছে: ফখরুল

সরকার সচেতনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে; একদলীয় শাসন কায়েম করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ দেশের জন্য কোনো ভালো কাজ করেনি।

এসময় মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রনে আছে। প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এনএনআর/

Exit mobile version