Site icon Jamuna Television

বেলারুশের সাংবাদিক রোমানের মুক্তির দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

বেলারুশের সাংবাদিক রোমান প্রোতোসেভিচের মুক্তির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। রোমান ও তার বান্ধবী সোফিয়াসহ সরকার কর্তৃক আটককৃত সকলকে মুক্তির দাবি বিক্ষোভকারীদের।

যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন ও অস্ট্রেলিয়ায় আয়োজিত হয়েছে বিক্ষোভ। পোল্যান্ডের বিক্ষোভে অংশ নিয়েছেন রোমানের বাবা, মা-ও। তারা বলছেন, ভিন্নমত পোষণের জন্য বেলারুশ সরকার যাদেরকে গ্রেফতার করেছে, তাদের সকলে যেন অবিলম্বে মুক্তি দেয়া হয়। সাহায্যের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকেও।

প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি রোমানের বাবা দিমিত্রির। এছাড়াও বিক্ষোভকারীরা বেলারুশের বিরোধী দলকে ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছেন। এই আন্দোলনকে বেলারুশের গণতন্ত্রের আন্দোলন বলেও মনে করছেন তারা। গত ২৩ মে প্রতারণার আশ্রয় নিয়ে বিমান অবতরণ করিয়ে ভিন্নমতের সাংবাদিক রোমান ও তার বান্ধবীকে গ্রেফতার করে বেলারুশ সরকার।

Exit mobile version