Site icon Jamuna Television

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪, আহত অন্তত ১১

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪, আহত অন্তত ১১

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে একটি মিনিবাসে বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের। এ ঘটনায় আহত আরও অন্তত ১১ জন।

শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে এ হামলা হয়। বাসটি কাপিসা প্রদেশে আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলো। ঠিক তখনই রাস্তার পাশের বোমাটি বিস্ফোরিত হয়।

আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার শিকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরও অন্তত দুই শিক্ষক। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

গত বছর কাবুলের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২২ জন নিহত হন। সে সময় হামার দায় স্বীকার করে আইএস।

এনএনআর/

Exit mobile version