Site icon Jamuna Television

‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে সবার গর্বিত হওয়া উচিত’

শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হলেও শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম সিরিজ জয় করলো বাংলাদেশ। এমন অর্জনে সবার গর্বিত হওয়া উচিত, এমনটাই দাবি সাকিব আল হাসানের।

তিনি বলেন, ভক্তরা পাশে থাকলে দ্রুতই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। সেই সাথে পরের সিরিজেই নিজের ফর্ম ফিরে পাবেন বলেও বিশ্বাস তার। শনিবার প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজ দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এভাবেই শ্রীলঙ্কা সিরিজ আর নিজের ফর্ম নিয়ে কথা বললেন আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল র‍্যাঙ্কিং এ বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে আইপিএলকেই বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। সে কারণে খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। আইপিএলেও ছিলেন না নিজের সেরা ছন্দে। সবশেষ লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে কেটেছে হতাশার এক সিরিজ। পছন্দের তিন নম্বর পজিশনে খেলে তিন ম্যাচে এসেছে মাত্র ১৯ রান। ১৩০ রানে পেয়েছেন মাত্র ৩ উইকেট। এমন মলিন পারফরম্যান্সে নিজের হতাশা প্রকাশ করতে ভোলেননি সাকিব নিজেও।

সিরিজ জিতলেও শেষ ম্যাচে বড় ব্যবধানের পরাজয় নিয়ে আক্ষেপ আছে তার। পুরো ৩০ পয়েন্ট না পাওয়ায় টাইগারভ্ক্তরা খানিকটা হতাশ হলেও সাকিবের কণ্ঠে ভিন্ন সুর।

তবে ভক্তরা পাশে থাকলে সহসাই দল এমন বাজে সময় কাটিয়ে উঠবেন বলে আশ্বাস দিয়ে রাখলেন সাকিব।

জুনে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর রয়েছে। আগামী সেপ্টেম্বরে দেশে আসবে ইংল্যান্ড। এই দুই সফরেই ক্রিকেটাররা যোগ্যতার প্রমাণ রাখবেন বলে বিশ্বাস টাইগার সমর্থকদেরও।

Exit mobile version