Site icon Jamuna Television

৫০ বছরের পুরাতন পাকা রাস্তা বহাল রাখার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

নতুন স্থানে রাস্তা নির্মাণ না করে ৫০ বছরের পুরনো পাকা রাস্তা বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশলের (এলজিইডি) ৫০ বছরের পুরনো পাকা রাস্তা বন্ধ করে দিয়ে প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে সুবিধা দিতে ব্যক্তিগত জায়গা দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের পায়তারা করছে কর্তৃপক্ষ। এতে করে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা করছেন। তাই তারা পুরাতন পাকা রাস্তা বহাল রাখার দাবি জানান।

ইউএইচ/

Exit mobile version