Site icon Jamuna Television

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা

কুমিল্লা ব্যুরো:

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে
ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করে। পরে ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করে তারা। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে পরীক্ষার দাবিতে এক ঘণ্টা অবস্থান করে।

আন্দোলনে অংশ নিয়ে আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আফসার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিক চলছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোন যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে “অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না”, “শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না”, এসব স্লোগান দিতে থাকে।

তারপর শিক্ষার্থীরা, “আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই”, “হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল”, “অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, শিক্ষার্থীরা এক ঘণ্টা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে। আগামীকাল এই সংক্রান্ত জাতীয় পর্যায়ে মিটিং আছে। উপাচার্য অধ্যাপক ড. এমরান
কবির চৌধুরী মহোদয় শিক্ষার্থীদের দাবি গুলো তুলে ধরবেন। আমরাও চাই পরীক্ষা গুলো অনুষ্ঠিত হোক। এটা তো আমাদের হাতে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

Exit mobile version