Site icon Jamuna Television

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কচুক্ষেত থেকে অপহৃত নবম শ্রেনির এক ছাত্রীকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় শান্ত রানা ওরফে শাহিন (২০) নামে এক যুবককে আটক করা হয়। শাহীন ঢাকায় ফুড পান্ডার খাবার সরবারের কাজ করত। সে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। রোববার(৩০ মে) দুপুরে মানিকগঞ্জ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেন।

এএসপি উনু মং জানান, ফেসবুকের মাধ্যমে ওই স্কুল ছাত্রীর সঙ্গে শাহীনের পরিচয়। এর সূত্র ধরে গত ২৩ মার্চ রাজধানীর কচুক্ষেত থেকে তাকে অপরণ করে শাহীন। বিভিন্নস্থানে আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে।

অপহরণের ঘটনায় মেয়েটির বাবা ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালায় র‍্যাব। আইনগত প্রক্রিয়া শেষে ভুক্তভোগী ও আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান র‍্যাবের এএসপি উনু মং।

Exit mobile version