Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে লকডাউনে হওয়া সব বিয়ে বাতিল

লকডাউন অমান্য করে গোপনে যেসব বিয়ে হয়েছে, সেই বিয়ে বাতিল ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশের কিছু জেলা এ বিয়েকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে। পাশাপাশি নবদম্পতিকে ম্যারেজ সার্টিফিকেট ইস্যু না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ বিধিনিষেধ ভঙ্গ করে বিয়ে করায় অন্তত ১৩০টি বিয়ে বাতিল করা হয়েছে। ওই রাজ্যে চলমান লকডাউনে সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ছিল। এই বিধিনিষেধ ভঙ্গ করে গোপনে বিয়ে করায় এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্য প্রশাসন বলছে, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো ধরনের বিয়েশাদি হবে না। তবুও বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে। তাই বিয়েকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং বর-কনে, অভিভাবক, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার পর অনেকে পাশের রাজ্য উত্তরপ্রদেশে গিয়ে সারছেন বিয়ের আনুষ্ঠানিকতা। কারণ অন্য কোনো রাজ্যে লকডাউনে বিয়ের উপর বিধিনিষেধ নেই।

Exit mobile version