Site icon Jamuna Television

গোহারা হেরেছেন নির্বাচনে, এবার ত্রাণ দিতে গিয়ে চড় খেলেন রুদ্রনীল

পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ত্রাণ দিতে গিয়ে ভবানীপুরে চড় খেলেন বিজেপি নেতা রুদ্রনীল। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেন।

এদিন ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে বিজেপির কজন কর্মী-সমর্থকদের নিয়ে ত্রাণ দিতে গিয়েছিলেন রুদ্রনীল। স্থানীয় বিজেপি কর্মীরাও ছিলেন সেখানে। তার মাঝেই আচমকা এসে একজন চড় মারেন অভিনেতাকে। চশমা খুলে সজোরে মাটিতে ছিটকে পড়ে। প্রথমটায় হতচকিত হয়ে যান তিনি। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা বাবলু সিংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপির এই তারকা নেতা। এরপরই কালীঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে আসেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। পাল্টা তাদের দাবি, এটা মিথ্যা কথা। কোনোরকম মারধর করা হয়নি রুদ্রনীল ঘোষকে। কথা কাটাকাটি হওয়ার পর বুঝিয়ে-সুঝিয়েই তাকে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে, এ ঘটনায় বিজেপি নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার পুলিশ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version