Site icon Jamuna Television

চা শিল্প ও শ্রমিকদের জন্য কাজ করছে সরকার

চা শিল্প এবং চা শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ চা প্রদশর্নী ২০১৮’র উদ্বোধনীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ হাসিনা জানান, চা শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চা শিল্পকে আরো উন্নত করতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজধানীর মতিঝিলে ৩০ তলা ‘বঙ্গবন্ধু চা ভবন’-এর ফলক উম্মোচন করেন প্রধানমন্ত্রী।

চা শ্রমিকদের ঘরবাড়ি নির্মাণে চা বাগান মালিকদের ২ শতাংশ হারে গৃহায়ণ ঋণ দেওয়ার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, কেউ কুঁড়েঘরে থাকবে না। চা শ্রমিকরাও যাতে ঘরবাড়ি পায় সেজন্য গৃহায়ণ তহবিল থেকে ২% সার্ভিস চার্জের মাধ্যমে চা বাগানের মালিকদের ঋণ দেওয়া হবে। এই ঋণ ৫% এর ওপর আদায় করা যাবে না। আর গৃহায়ণ তহবিলের শর্ত অনুসারে, প্রতিটি বাড়িতে বিনা খরচে একটি করে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করে দিতে হবে।

Exit mobile version