Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে পর্যটক রেখে কারাগারে হোটেল ম্যানেজার

সরকারি নির্দেশ অমান্য করে হোটেলে পর্যটককে অবস্থান করতে দেয়ায় রাঙ্গামাটিতে হোটেল প্রিন্সের ম্যানেজারকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় হোটেলটিকে ত্রিশ হাজার টাকা ও ছয়জন পর্যটককে পাঁচশ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়।

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন হোটেলে অভিযান চালান। এসময় তারা হোটেল প্রিন্সে কয়েকজন পর্যটককে অবস্থান করতে দেখেন।

এছাড়াও শহরের তবলছড়ি, রিজার্ভবাজার ও বনরূপায় অভিযান চালিয়ে জেলা প্রশাসন অতিরিক্ত যাত্রী পরিবহন করায় সিএনজি ও মাস্ক না পরায় কয়েকজনকে জরিমানা করেন।

Exit mobile version