Site icon Jamuna Television

রংপুরে সনদবিহীন দন্তচিকিৎসকের তিন মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর:

রংপুরে এম এ আনসারী নামের একজন সনদবিহীন দন্তচিকিৎসককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে নগরীর পায়রা চত্বরে হিসান মেডিসিন মার্কেটের তৃতীয় তলায় জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান চলাকালীন সময়ে তাকে এই কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, এম এ আনছারী ওই মার্কেটের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসা করে আসছিল। আনছারী বিএমডিসি’র নকল সার্টিফিকেট দেখিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করেছে। সে তা স্বীকারও করেছে। তার বয়স বিবেচনায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় এ অভিযানে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযানে ৩০ টিরও বেশি ওষুধের দোকান কে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে।

Exit mobile version