Site icon Jamuna Television

বি জে থমাস মারা গেছেন

তরুণ বি জে থমাস।

পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীত শিল্পী বি জে থমাস মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮। তিনি ফুসফুস ক্যান্সারের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

এই গুণী সংগীতশিল্পীর জন্ম ওকলাহোমার একটি প্রত্যন্ত অঞ্চলে। তার পারিবারিক নাম ছিল বিলি জো থমাস। পরে তিনি পরিবারের সাথে টেক্সাসের হিউস্টনে চলে যান।

সংগীত জীবনে পপ, গসপেল, কান্ট্রি সংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস। অর্জন করেছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো বড় বড় পুরস্কার।

বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে। এছাড়া বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের ‘টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট’ তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম।

Exit mobile version