Site icon Jamuna Television

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক মশিউর রহমান

আগামী চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মশিউর রহমান। তিনি ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়টির প্রো–ভাইস চ্যান্সেলর ছিলেন।বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে নিয়মিত ভাইস চ্যান্সেলর ছাড়াই চলছিল বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম।

Exit mobile version