Site icon Jamuna Television

ভারতে করোনায় শনাক্ত কমলেও মৃত্যু ৩ হাজারের উপরে

ভারতে করোনায় শনাক্ত কমলেও মৃত্যু ৩ হাজারের উপরে

ভারতে করোনা সংক্রমণের হার আরও কিছুটা কমলেও প্রাণহানি ৩ হাজারের ওপর। ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।

দেশটিতে এই মুহূর্তে করোনা পজেটিভ ২০ লাখ ৩৩ হাজার মানুষ। সবশেষ এক সপ্তাহে ১২ লাখ ৯৫ হাজার সংক্রমিত শনাক্ত হয়েছে দেশটি জুড়ে। যা আগের সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ কম। গত ৭ দিনে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩শ’য়ের বেশি মানুষের। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫ হাজার কম।

সংক্রমণের হার কমতে শুরু করেছে তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও আসামে। ভারতে করোনায় মোট প্রাণহানি ৩ লাখ ২৯ হাজারের বেশি। মহামারিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ছুঁইছুই।

এনএনআর/

Exit mobile version