Site icon Jamuna Television

রাজধানীর মহাখালীতে এক যুবকের খণ্ডবিখণ্ড বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর মহাখালীতে এক যুবকের খণ্ডবিখণ্ড বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর মহাখালী থেকে এক যুবকের খণ্ডবিখণ্ড বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে চলছে মরদেহের ময়নাতদন্ত। এখনো নিশ্চিত করা যায়নি লাশের পরিচয়।

বনানী থানা পুলিশ জানায়, মরদেহটি ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক পুরুষের। পরিচয় নিশ্চিত না হলে অজ্ঞাত পরিচয় ধরে মামলা করা হবে। রোববার রাত সাড়ে ৯ টায় আমতলী কাঁচা বাজারের পাশে মসজিদ গলির রাস্তার ওপর একটি বস্তা পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানায় বনানী থানা পুলিশ। রাত সাড়ে ১০ টা নাগাদ বস্তা খুলে দুই হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় বস্তার ভেতর একজনের শুধু শরীর পাওয়া যায়।

এনএনআর/

Exit mobile version