Site icon Jamuna Television

বগুড়ায় শতশত মানুষের সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় শত শত মানুষের সামনে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শতশত মানুষের সামনে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে শাবরুল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

শিহাব উদ্দিন বাবু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিগত কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী ছিলেন বাবু।

পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে বাজার থেকে বাসায় ফিরছিলেন তিনি। এসময় একদল যুবক প্রকাশ্যে বাবুকে কুপিয়ে হত্যা করে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, উপজেলা পর্যায়ে সংগঠনে কোনো কোন্দল নেই। স্থানীয় বিরোধের জেরে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। তবে বাবুকে হত্যার কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এনএনআর/

Exit mobile version