Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদের কোচ হতে চান পচেত্তিনো

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চান মরিসিও পচেত্তিনো। সেজন্য ক্লাব ছাড়ার ইচ্ছের কথা পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।

পাশাপাশি তার সম্ভাব্য ঠিকানার তালিকায় আছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। পচেত্তিনোকে পেতে আগ্রহের কথা জানিয়েছে স্পার্স। এর আগে ২০১৯-২০ মৌসুমে টটেনহাম থেকে ছাঁটাই হয়েছিলেন তিনি। তবে বাজে একটি মৌসুম পার করার পর আবারও পচেত্তিনোকে পেতে মরিয়া টটেনহাম। তবে এসবই সম্ভব যদি পিএসজি পচেত্তিনোকে ছাড়তে রাজি হয়। কারণ ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই আর্জেন্টাইনের।

তবে পিএসজির স্পোর্টস ডিরেক্টর লিওনার্দোর সাথে তার মতানৈক্যের খবরও সম্প্রতি চাউর হয়েছে ফরাসি মিডিয়ায়। এবার স্প্যানিশ গণমাধ্যমও জানালো যে টটেনহাম নয়, পচেত্তিনোর আগ্রহ রিয়াল মাদ্রিদের কোচ হবার। আর রিয়ালও চাইছে জিনেদিন জিদানের ছেড়ে যাওয়া আসনে পচেত্তিনো আসুক।

Exit mobile version