Site icon Jamuna Television

কঙ্গনার সেই দেহরক্ষী গ্রেফতার

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষী কুমার হেজকে গ্রেফতার করা হয়েছে। খবর নিউজ এইটিনের।

শনিবার কর্নাটকের মান্দার হেগদাডহল্লির নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের একটি দল।

এর আগে মুম্বাইয়ের ডিএন নগর পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ এনে হেজের বিরুদ্ধে মামলা করেন এক নারী। ধর্ষণের শিকার ৩০ বছর বয়সী ওই নারী একজন বিউটিশিয়ান (রূপবিশেষজ্ঞ)। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার কুমার হেজ ধর্ষণ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত বছরের জুনে কুমার হেজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর থেকে হেজ তাকে লিভ-ইন সম্পর্কে জড়ানোর পরামর্শ দেন এবং বিয়ের আশায় তিনি তার সঙ্গে সম্পর্কে জড়ান। আট বছর ধরে ওই দুজন একে অন্যকে চেনেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ওই নারীর দাবি, মায়ের অসুস্থতার কথা বলে কুমার হেজ তার কাছ থেকে ৫০ হাজার রুপি নিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version