Site icon Jamuna Television

ভ্যাট অনলাইন নিবন্ধনের আওতায় ৯০ হাজার প্রতিষ্ঠান

ভ্যাট অনলাইন নিবন্ধনের আওতায় আসছে ৯০ হাজার প্রতিষ্ঠান। পুরনো ১১ ডিজিটের বিআইএন নম্বর ব্যবহার করে সব ধরনের কার্যক্রম চালাতে পারবে কোম্পানিগুলো। নিবন্ধন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।

বর্তমানে প্রায় আট লাখ প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত আছে। অথচ প্রতি মাসে কর দাখিল করে মাত্র ৩৭ হাজার। ফলে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান কর নেটওয়ার্কের বাইরে থেকে যায়।

তাই অনলাইন প্রকল্পের জন্য তৈরি সফটওয়্যারটি কিছু পরিবর্তন করে তা বিদ্যমান আইনের সঙ্গে সমন্বয় করা হবে। সিস্টেমে যুক্ত থাকবে চারটি বিষয়। এগুলোকে বিদ্যমান আইনের আওতায় কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় নতুন বিধি তৈরির নির্দেশ দিয়েছে।

Exit mobile version