Site icon Jamuna Television

কামরাঙ্গীরচরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান

রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ভেজাল খাদ্য তৈরীর অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক শাহীন সরদারকে আটক করে পুলিশ।

আজ (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে কামরাঙ্গীরচরের মধ্যপাড়ায় শাহিন ফুড প্রোডাক্ট নামে এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি ভেজাল চাটনি, ম্যাংগো, লিচি ও অরেঞ্জসহ ছয় ধরণের শিশুখাদ্য তৈরি করতো।

পুলিশ জানায়, এসব পণ্য তৈরিতে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হতো, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানে বিপুল পরিমান ভেজাল পণ্যসহ শিশুখাদ্য তৈরীর মেশিন জব্দ করা হয়েছে। ভেজাল এসব পণ্য ঢাকার বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হত।

Exit mobile version