Site icon Jamuna Television

‘ভালো সম্পর্ক রাখতেই পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ’

ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখতেই পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ সোমবার (৩১ মে) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ৫৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল থেকে গোপন তথ্য ফাঁসের যন্ত্র নিয়ে আসার মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছে বাংলাদেশ। দেশের বিচার বিভাগ সরকারের আজ্ঞাবহ হয়েই কাজ করে বলে মন্তব্য করেছেন তিনি।

নাগরিক সমাবেশে ৫৪ জন ছাত্রকে মুক্তির দাবি জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের গদি টিকিয়ে রাখতেই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না সরকার। এ সময় আইন আদালতকে রাজনৈতিক ক্ষেত্রে পরিণত না কারার আহ্বান জানান গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সেই সাথে ৫৪ ছাত্রের মুক্তির জন্য সকলের সহযোগিতা চান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

Exit mobile version