Site icon Jamuna Television

নাটোরের বড়াইগ্রামে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে টাকা ভর্তি ব্যাগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন জানান, সন্ধ্যায় পৌরসভার কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী সড়ক পরিষ্কার করতে যায়। এ সময় তারা সড়কের পাশে টাকা ভর্তি ব্যাগটি দেখতে পান। পরে তারা ব্যাগটি পৌরসভায় নিয়ে আসেন। সেখানে ব্যাগ খুলে দেখা যায়, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা ও খুচরা পয়সা মিলে ১৬ হাজার ৪২০ টাকা রয়েছে।

পৌর মেয়র আরও জানান, বেশ কিছুদিন ধরেই পৌর এলাকায় পঞ্চাশোর্ধ এক মানসিক ভারসাম্যহীন নারী ব্যাগ নিয়ে ভিক্ষা করতেন। গত তিনদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে টাকার ব্যাগটি তারই। টাকাগুলো পৌরসভায় রাখা হয়েছে। ওই বৃদ্ধাকে পাওয়া গেলে তার টাকাগুলো ফেরত দেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version