Site icon Jamuna Television

খুকৃবি’র রেজিস্ট্রার ডা. মাজহারুল আনোয়ারের মায়ের ইন্তেকাল

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এর মা মাহমুদ বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
দীর্ঘদিন তিনি লিভার রোগে ভুগছিলেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার জানান, বাদ এশা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। তিন চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version