Site icon Jamuna Television

চীনা দম্পতিরা সর্বোচ্চ তিনটি সন্তানের জন্ম দিতে পারবে

তিন সন্তান নীতির ঘোষণা দিলো চীন। অর্থাৎ এখন থেকে দেশটির কোন দম্পতি চাইলেই সর্বোচ্চ তিনটি সন্তানের জন্ম দিতে পারবে।

এতোদিন পর্যন্ত দুইটির বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিলো বিশ্বের সবচেয়ে বেশি প্রায় দেড়শ’ কোটি জনসংখ্যার দেশটিতে। আজ সোমবার (৩১ মে) দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়, জনসংখ্যা কাঠামোর উন্নয়ন এবং জাতীয় কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করে চীন। পরবর্তীতে ২০১৬ সালে ২ সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়।

২০১৭ সালে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো মাত্র ১ দশমিক ৫ ভাগ। দেরিতে বিয়ে, পরিবার ছোট রাখার ইচ্ছা এবং শিশু লালনপালনের অতিরিক্ত খরচের চিন্তায় সন্তান জন্মদানে আগ্রহী না চীনা দম্পতিরা। ফলে কর্মক্ষম জনবলের সংকটের কথাও জানান বিশেষজ্ঞরা।

Exit mobile version