Site icon Jamuna Television

কলাবাগান থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানে ডা. সাবিরা নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কলাবাগান ফার্স্টলেনের একটি বাসায় চলতি বছরের জানুয়ারি থেকে একাই ভাড়া থাকতেন তিনি। পাশের রুমে ২ মেয়েকে সাবলেট দিয়েছিলেন তিনি।

আজ সোমবার সকালে ধোয়া দেখে বিল্ডিংয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তখন ডা. সাবিরা একাই ছিলেন। সাবলেটের একজন নারী বাসায় ফেরার পর দরজা ভেঙ্গে তার মৃতদেহ দেখতে পায়। তার গলায় ও পিঠে গভীর ক্ষত ছিল। তিনি উপুড় হয়ে ছিলেন এবং সকল আঘাত পেছন থেকেই হয়েছে।

পুলিশের ক্রাইম সিন ইউনিটের ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় সাবলেট নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতের স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকতেন।

ইউএইচ/

Exit mobile version