Site icon Jamuna Television

বগুড়ায় বাজারে কুপিয়ে খুনের ঘটনায় এখনো কেউ আটক হয়নি

বগুড়া ব্যুরো:

প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বগুড়ায় প্রকাশ্যে বাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে আটক কিংবা হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি পুলিশ। সোমবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

তবে স্বজনরা জানিয়েছে, নিহত শিহাব উদ্দিন বাবুর দাফন সম্পন্নের পর মামলা করবে তারা। রোববার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল বাজারে খুন হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন বাবু। তিনি শাবরুল বাজার এলাকাতেই বসবাস করতেন। বাজারে তার মাছের আড়ৎসহ বেশ কিছু দোকানের মালিকানাও রয়েছে। রোববার রাত ৮টার দিকে তিনি বাজার থেকে বাসায় ফিরছিলেন। এসময় অতর্কিতে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। বাজারে শতশত মানুষের সামনে অস্ত্রধারীরা বাবুকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত সটকে পড়ে।

ঘটনার পর থেকে শাজাহানপুর পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশও এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। তবে সোমবার বিকেল পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কথাও বলছেন না কোনো কর্মকর্তা।

Exit mobile version