Site icon Jamuna Television

আদালতে নেয়ার পথে পালিয়েছে আসামি

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পলাশ (১৮) নামের এক আসামি পালিয়ে গেছে। সোমবার (৩১ মে) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার মদন বাজার নামক স্থান থেকে সিএনজি থেকে পালিয়ে যায় সে। পলাশ মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

জানা যায়, রোববার(৩০) বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশ কে আটক করে জনতা। পরে মদন থানা পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে সিএনজি দিয়ে নেত্রকোণা আদালতে প্রেরণ করে পুলিশ। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছলে বৃষ্টি শুরু হলে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি। এ খবর লিখা পর্যন্ত আসামির কোনো সন্ধান পায়নি।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম নিশ্চত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

Exit mobile version