Site icon Jamuna Television

ফাঁকা বাসা থেকে ইন্সপেক্টরের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সফিউল আজমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়ায় তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম ভাড়া বাসায় একাই থাকতেন। গত শনিবার রাতে ডিউটি শেষে করে ফেরার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে বাড়িওয়ালা মনির হোসেন সফিউল আজমের বাসার ভেতর থেকে পচা দুর্গন্ধ পেলে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে। ইতোমধ্যে পুলিশ সুপার, র‍্যাব, সিআইডিসহ আইন শৃংঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি হৃদরোগে মৃত্যুবরণ করে তাকতে পারেন। তবে ময়নাতদন্তের পরেই নিশ্চিতভাবে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

Exit mobile version