Site icon Jamuna Television

পুত্রবধূ-শ্বশুর পরকীয়া, বাধা দিয়ে খুন হলেন শাশুড়ি

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের পীরগঞ্জে পুত্রবধূর সাথে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগে কফিল উদ্দিন (৬১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র মামলার উদ্ধৃতি দিয়ে জানান, কফিল উদ্দিন (৬১) এবং পোশাগী বেগম (৪০) বছর ধরে স্বামী-স্ত্রী। তাদের বড় ছেলে বহুরুল ইসলাম (৩৫) স্ত্রীকে রেখে দীর্ঘদিন ঢাকায় থেকে রিকশা চালান। এই সুযোগে বহুরুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে কফিল।

গত ২৭ মে নিজের স্বামীকে পুত্রবধূর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান পোশাগী বেগম। ঘটনাক্রমে অভিযুক্ত কফিল পোশাগী বেগমকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহত পোশাগী বেগমের ছোট ভাই মীর মোশারফ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় কফিল উদ্দিনকে দুপুরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version