Site icon Jamuna Television

মেট্রোরেলের মালামাল চুরি করে গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে চলমান মেট্রোরেল প্রকল্পের চুরি হওয়া ৪টি ব্যারিয়ার বোর্ডসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া মালামালসহ তিনটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

মেট্রোরেল প্রকল্পের আবেদনের প্রেক্ষিতে রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে দিনভর অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।

জিএমপি টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত বাকিদেরও আটক করা হবে।

Exit mobile version