Site icon Jamuna Television

৬ মাসের সাজার ভয়ে ৩২ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ৩২ বছর আগে সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

২০ অক্টোবর ১৯৮৯ সালে এক মামলার রায়ে বিচারক মো. নুরুল ইসলাম আসামিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন।

গত ২৯ মে শনিবার টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল অরণ খোলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে খোরশেদ আলী মণ্ডলকে (৬৫) গ্রেফতার করে।

আসামি দীর্ঘদিন গাজীপুরের বাইপাইল এলাকায় রিক্সা চালাতো। সেখানেই সে পরিবারসহ গা ঢাকা দিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি পেশা বদল করে টাঙ্গাইলে চায়ের দোকান করেছিল আসামি। গত ৩০ মে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করে চিলমারী মডেল থানা পুলিশ।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায় ছদ্মনাম ব্যবহার করে বসবাস করছিল। সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version