
কাতারে ২য় বারের মত করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন কাতারের অফিসিয়াল টিম হোটেলে উঠেছে জামাল ভূঁইয়ারা। যেখানে আগের থেকেই অবস্থান করছিলো ভারত আর আফগানিস্তান দল।
আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কোচ জেমি ডে। যেখানে নিজেদের শেষ মুহূর্তের ঘাটতি পুষিয়ে নিতে মরিয়া মেহেদী-বিপলুরা। তবে টিম বাংলাদেশ এখনও সম্পূর্ণ নয়, তারা অপেক্ষা রয়েছে কোভিডের কারণে দেশে ফেলে যাওয়া ইব্রাহিম আর সুফিলের জন্য।
৩ জুন আফগানদের সাথে ম্যাচে এখন কড়া নজর জেমি ডের। এরই মধ্যে তাদের সাথে খেলার ধরন নিয়েও কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন টিমের মিডফিল্ডার বিপলু আহমেদ। শুরু করেছেন অনুশীলন। দ্বিতীয় দিনের অনুশীলনটা তাদের করতে হয়েছে ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে।
বিশ্বকাপ বাছাই পর্বের ‘ই’ গ্রুপে এক পয়েন্ট নিয়ে সবার তলানীতে অবস্থান লাল-সবুজদের। এখন এশিয়ান কাপে জায়গা করে নিতে হলে একধাপ ওপরে উঠতে হবে বাংলাদেশকে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply