Site icon Jamuna Television

মাদ্রাসাছাত্রকে কুপিয়ে তালাবদ্ধ, মানসিক ভারসাম্যহীন মা নিখোঁজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমুল সাকিব নাবিল নামে এক মাদরাসা শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নাবিলের মানসিক ভারসাম্যহীন মা নাসরিন বেগম নিখোঁজ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেল থেকে ছগির আহমেদ ছেলে নাবিল ও স্ত্রী নাসরিন বেগমের ফোন বন্ধ পাচ্ছিলেন। রাতে কর্মস্থল থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা তালাবদ্ধ। নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে দেখেন, ছেলে নাবিল রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর নাবিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

ঘটনার পর থেকে ছগির আহমেদের মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। ছেলে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ছগির আহমেদ।

Exit mobile version