Site icon Jamuna Television

কানাডার স্কুলে দেহাবশেষ উদ্ধার; পুরো দেশে গণকবর সন্ধানের দাবি

কানাডার স্কুলে দেহাবশেষ উদ্ধার; পুরো দেশে গণকবর সন্ধানের দাবি

কানাডার স্কুলে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়ার ঘটনায় এবার গোটা দেশে গণকবরের সন্ধান করার দাবি জানিয়েছে দেশটির আদিবাসী গোষ্ঠী।

এই রহস্য উদঘাটনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। সমাধিস্থলে নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণে জুতা রেখে সম্মাননা জানানো হয়।

উনিশ শতকের আদিবাসী স্কুলটিতে গত শুক্রবার উদ্ধার হয় ২১৫ শিশুর দেহাবশেষ। ধারণা, কালচারাল জেনোসাইডের শিকার হয়েছিল তারা।

২০১৫ সালে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের ঐতিহাসিক রিপোর্টে বলা হয়, ক্যাথলিক চার্চের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলটিতে পরিবার থেকে বিচ্ছিন্ন করে জোরপূর্বক ভর্তি করা হতো আদিবাসী শিশুদের। সেখানে শারীরিক নির্যাতন, ধর্ষণসহ নানা ধরণের নৃশংসতার শিকার হতো শিশুরা।

এনএনআর/

Exit mobile version