Site icon Jamuna Television

সকাল থেকে রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, সড়কে জমেছে পানি

সকাল থেকে রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, সড়কে জমেছে পানি

রাত থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে সকালে রাজধানীতে ঝুমবৃষ্টিতে পানি জমে গেছে অনেক সড়কে।

চলাচল কম থাকায় তেমন ভোগান্তি পড়তে হয়নি নগরবাসীকে। তবে ভোরের দিকে যারা কর্মস্থল ও জরুরী কাজে বের হয়েছিলেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েন। এসময় কোথাও কোথাও প্রচণ্ড বাতাসও প্রবাহিত হয়।

এর আগে আবহাওয়া অফিস থেকে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। এরফলে দেশের বিভিন্ন জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এরফলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

এনএনআর/

Exit mobile version