Site icon Jamuna Television

আইসল্যান্ডের সক্রিয় আগ্নেয়গিরিতে দৃশ্য ধারণ করতে গিয়ে সেকেন্ডেই ছাই ড্রোন

আইসল্যান্ডের সক্রিয় আগ্নেয়গিরিতে দৃশ্য ধারণ করতে গিয়ে সেকেন্ডেই ছাই ড্রোন

আইসল্যান্ডের সক্রিয় এক আগ্নেয়গিরির দৃশ্য ধারণ করতে গিয়ে লাভার আগুনে সেকেন্ডের মধ্যে ছাই হয়ে গেলো একটি ড্রোন। শেষ মুহূর্তের সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিও ধারণকারী ঐ ইউটিউবার বলছেন, ভিন্ন এক অভিজ্ঞতা নিতেই লাভার খুব কাছের ছবি সংগ্রহের চেষ্টা করেন এবং ইচ্ছে করেই ড্রোনটিকে লাভার এতো কাছাকাছি নিয়ে যায় তিনি।

এনএনআর/

Exit mobile version