Site icon Jamuna Television

বিক্রয়কর্মীকে চড় মারলেন স্ত্রী, চাকরি গেল রাষ্ট্রদূতের!

বিক্রয়কর্মীকে চড় মারলেন স্ত্রী, চাকরি গেল রাষ্ট্রদূতের!

সিউলে একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মীকে মারধর করেন বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী। গেলো এপ্রিলের এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেসকোহিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম বলছে, দোকান থেকে পণ্য চুরি করার সন্দেহে প্রশ্ন করলে কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্রয়কর্মীকে চড় মেরে বসেন বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী।

পরে অবশ্য ওই নারী কর্মীর সঙ্গে দেখা করে তার ‘খারাপ আচরণের জন্য’ ক্ষমাও চান জিয়াং। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি।

বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই গ্রীষ্মে তাকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গেলো তিন বছর ধরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন লেসকোহিয়ার।

এনএনআর/

Exit mobile version