Site icon Jamuna Television

শুভ জন্মদিন কুমার বিশ্বজিৎ

শুভ জন্মদিন কুমার বিশ্বজিৎ

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন আজ। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। রয়েছে অগণিত ভক্ত-অনুরাগী। বিশেষ এ দিনে তাদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ কণ্ঠশিল্পী।

১৯৬৩ সালের ১ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। তিনি একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

কুমার বিশ্বজিৎ বেড়ে উঠেছেন চট্টগ্রামে। উচ্চ মাধ্যমিকে পড়াকালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটিতে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন এই শিল্পী। এরপর অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠের জাদু মুগ্ধতা ছড়াচ্ছে দীর্ঘদিন।

কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘ভিটা নাই রে’, ‘আমি সাম্পানে বাঁধিব ঘর’, ‘মানুষ বুড়ো হয় মন বুড়ো হয় না’, ‘মাতাল হাওয়া কেন বুকের মাঝে মিশে’, ’সেই কথা সেই স্মৃতি ছিলাম খেলার সাথি’ অন্যতম।

এনএনআর/

Exit mobile version