Site icon Jamuna Television

সরিষার ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এলো আফিম তৈরির পপি বীজ

সরিষার ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এলো আফিম তৈরির পপি বীজ

চট্টগ্রাম বন্দরে সরিষা ঘোষণা দিয়ে আনা আমদানি নিষিদ্ধ ৪২ টন আফিম তৈরির উপকরণ পপি বীজ জব্দ করেছে কাস্টমস।

১৮ এপ্রিল সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল পণ্য চালানটি খালাস করতে গেলে কাস্টমস হাউজ তা স্থগিত করে দেয়। পরে সরিষা বীজগুলো ল্যাব টেস্টের জন্য পাঠালে পরীক্ষা শেষে সেগুলো পপি বীজ বলে শনাক্ত হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার সরিষা বীজ ঘোষণায় মালয়েশিয়া থেকে এসব পণ্য আমদানি করে। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী জব্দকৃত পপি বীজের বর্তমান বিক্রয় মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

এদিকে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানি করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

এনএনআর/

Exit mobile version