Site icon Jamuna Television

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩০ কোটি ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছে চীন

করোনা মোকাবিলায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছে চীন। এ প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছে দেশটি।

সোমবার ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং এসব কথা জানান।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে চীন। ভ্যাকসিনকে বিশ্বব্যাপী জনসাধারণের সামর্থ্যের মধ্যে নেয়ার চেষ্টা তাদের। এখনও পর্যন্ত ৮০টির বেশি উন্নয়নশীল দেশে চীন জরুরি প্রয়োজনে টিকা সহায়তা দিয়েছে বলেও দাবি তার। এছাড়াও ৪৩টি দেশে ভ্যাকসিন সরবরাহের কথা জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে উন্নয়নশীল দেশগুলোতে আরও ১০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version