Site icon Jamuna Television

দাম্পত্য কলহ, স্বামীকে হত্যা করে মরদেহ ছয় টুকরো

দাম্পত্য কলহের কারণে স্বামী ময়না মিয়াকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করেছেন প্রথম স্ত্রী শিল্পী। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী নাসরিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের কাছে ধরা পড়ার পর এভাবেই বিলাপ করছিলেন নিহত ময়না মিয়ার প্রথম স্ত্রী শিল্পী। সিএনজি চালক ময়না মিয়ার সঙ্গে কড়াইল বস্তিতে থাকতেন প্রথম স্ত্রী শিল্পী। স্বামীর কাছে প্রতিদিন নির্যাতিত হতে হতে এক পর্যায়ে হত্যার পরিকল্পনা করে বসেন শিল্পী।

গত শুক্রবার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে শনিবার স্বামীকে হত্যা করে ছয়টি টুকরো করেন তিনি। পরে তা ফেলে আসেন মহাখালীর বিভিন্ন স্থানে। গত রোববার থেকে পুলিশের টানা দুদিনের অভিযানে উদ্ধার হয় হাত, পা, মাথাসহ ময়না মিয়ার মরদেহের ছয়টি অংশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version