Site icon Jamuna Television

আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার ছাড়পত্র পায়নি সাকিব ও মোস্তাফিজ

আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার জন্য ছাড়পত্র পায়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপ টি-টোয়েন্টিকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত বিসিবির।

করোনা আতঙ্কে গত ৪ মে স্থগিত করা হয়েছিলো এবারের আইপিএল আসর। আইপিএলের বাকি ম্যাচগুলো আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিসিআই। কিন্তু সেই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা দলই নামাতে চায় বিসিবি। আর সেই লক্ষ্যে কোন খেলোয়াড়কে এই সময় ছাড়পত্র দিতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলোতে আর দেখা যাবে না সাকিব-মোস্তাফিজকে।

Exit mobile version