Site icon Jamuna Television

বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত থেকে মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণীতে এ ঘটনা ঘটে।

পরিকল্পনা মন্ত্রী নিজের গাড়িতে করে রোববার সন্ধ্যায় বিজয় সরণী পার হচ্ছিলেন। যানজটের কারণে গাড়ি একটু থেমেছিল। এই বিরতিতে মন্ত্রী নিজের মোবাইল ফোনে খবর পড়ছিলেন। এই সময় এক ছিনতাইকারী ছোঁ মেরে তার হাত থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায়।

তারপর, মন্ত্রীর ব্যক্তিগত গানম্যান নেমে খোঁজাখুঁজি করেও ছিনতাইকারীর কোনো হদিস পায়নি।

এ বিষয়ে মন্ত্রী বলেন, এই ফোনটি তার ছেলে যুক্তরাষ্ট্র থেকে উপহার পাঠিয়েছিল তাই এই ঘটনায় দুঃখজনক। থানায় ফোন ছিনতাইয়ের বিষয়টি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান কে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রী বিজয় সরণি যাচ্ছিলেন। তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।

Exit mobile version