Site icon Jamuna Television

আবারও বাড়লো করোনায় মৃত্যু ও শনাক্ত

দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৬৬০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৬৫ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version