Site icon Jamuna Television

নাটোরে লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে টানা ২ঘণ্টা বৈঠকের পর বিশেষ লকডাউনের ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে তার সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন কাজী মিজানুর রহমানসহ করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, দীর্ঘ বৈঠকের পর লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। তবে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের হার আবারো বেড়ে ৫৩ ভাগে উঠে যাওয়ায় জেলা পুলিশ মাঠে নেমেছে। ইতিমধ্যে পুলিশ সদস্যরা শহরের প্রধান সড়কসহ গলিপথগুলোতেও অবস্থান নিয়ে অবাধ চলাচল সীমিত করে দিয়েছে।

Exit mobile version