Site icon Jamuna Television

এমপিকে দেখেই কাদা ছুড়তে শুরু করে বিক্ষুব্ধ জনতা

ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে খুলনার কয়রায় গ্রামবাসীর রোষানলে পড়েছেন স্থানীয় এমপি আখতারুজ্জামান বাবু। তাকে দেখেই কাদা ছুড়তে শুরু করে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার সকালে উপজেলার দশহালিয়া কপোতাক্ষ নদের ভাঙন পরিদর্শনে যান সংসদ সদস্য আখতারুজ্জামান। এ সময় কপোতাক্ষ নদের বাঁধ ভাঙ্গনে স্বেচ্ছাশ্রমে কাজ করতে থাকা গ্রামবাসী তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা কাদা ছুড়তে থাকে। মিনিট পাঁচেক কাঁদা ছোড়ার একপর্যায়ে ট্রলার নিয়ে এমপি ওই জায়গা ছেড়ে চলে যান।

গ্রামবাসীর অভিযোগ, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙ্গে মহারাজপুর ও বাগালী ইউনিয়নের অনন্ত ২০টি গ্রাম প্লাবিত হয়। বাঁধটি মেরামত না হওয়ায় জোয়ারে জনপদ তলিয়ে আছে। চারদিন ধরে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ করলেও এমপির দেখা পায়নি তারা।

ইউএইচ/

Exit mobile version