Site icon Jamuna Television

আফ্রিকান ইউনিয়নের আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি

আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার জোহানেসবার্গে সংগঠনটির পার্লামেন্টের মিটিং চলাকালে এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকার সরকারি টিভি চ্যানেলে ওই হাতাহাতির ঘটনা সম্প্রচার করা হয়। দেখা যায়, একে অপরকে চড়-থাপ্পর ও লাথি মারছেন আইনপ্রণেতারা। চিৎকার করে ক্ষোভ প্রকাশও করেন অনেকে। টানাটানি করেন ব্যালট বাক্স নিয়ে।

মূলত পশ্চিম ও দক্ষিণ আফ্রিকান আইনপ্রণেতাদের মধ্যেই এই বিরোধের সূচনা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সংস্থাটিতে আসেনি কোন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট। তাই ধারাবাহিকভাবে সব অঞ্চল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ওই অঞ্চলের আইনপ্রণেতাদের। তবে পশ্চিম আফ্রিকার আইনপ্রণেতারা দ্বিমত পোষণ করলে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতির।

Exit mobile version