Site icon Jamuna Television

কাদা ছুড়ে মারার বিষয়টি সত্য নয় বলে দাবি এমপির

ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে খুলনার কয়রায় গ্রামবাসীর রোষানলে পড়তে হলো স্থানীয় এমপি আখতারুজ্জামান বাবুকে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দুই মিনিট একান্ন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এমপির ট্রলারকে লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে। তবে কাদা ছুড়ে মারার ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন এমপি। যদিও চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একটি ট্রলারকে লক্ষ্য করে কাদা ছুড়তে থাকে গ্রামবাসী। মিনিটি পাঁচেক কাঁদা ছোড়াছুড়ির এক পর্যায়ে ট্রলার নিয়ে সরে পড়েন সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙ্গে মহারাজপুর ও বাগালী ইউনিয়নের অনন্ত ২০টি গ্রাম প্লাবিত হয়। বাঁধটি সংস্কার না হওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যায় জনপদ। চারদিন ধরে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ করলেও দেখা মেলেনি এমপির। এছাড়া দুর্যোগের পর থেকে সংসদ সদস্য আখতারুজ্জামানকে পাশে না পাওয়ারও অভিযোগ তাদের।

ইউএইচ/

Exit mobile version