Site icon Jamuna Television

পেরুতে করোনায় মৃত্যুহার বিশ্বে সর্বোচ্চ

পেরুতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আগের থেকে বেড়ে দ্বিগুন হলো। এর মধ্য দিয়ে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুহারের রেকর্ড করলো দেশটি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, পেরুতে করোনায় মাথাপিছু মৃতের সংখ্যা এখন বিশ্বে সর্বোচ্চ এবং এটি ব্রাজিলের মৃত্যুহারের দ্বিগুণেরও বেশি। এর আগে হাঙ্গেরিতে করোনাভাইরাসে মৃত্যুর হার ছিল প্রতি এক লাখে ৩০০ জন। হালনাগাদ হওয়া পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যাটি পেরুতে এখন প্রতি লাখে ৫০০ জনেরও বেশি।

গত সোমবার (৩১ মে) জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য প্রকাশ করে। প্রধানমন্ত্রী ভায়োলেটা বারমুডেজ বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নতুন এ মৃতের সংখ্যা হালনাগাদ করা হয়েছে। একে অতিরিক্ত মৃত্যু হিসেবে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজারের বেশী। যেখানে আগের সংখ্যাটা ছিল ৬৯ হাজার ৩৪২। ফলে এখন করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরই অবস্থান করছে পেরু। এর আগে মাথাপিছু মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে ছিল হাঙ্গেরি। দুর্বল স্বাস্থ্যব্যবস্থার পেরুতে অক্সিজেনের সংকটও প্রবল।

Exit mobile version